জর্ডানে ব্লাসফেমি আইনে বিচারাধীন লেখককে হত্যা
মাথাভাঙ্গা মনিটর: ইসলাম ধর্মকে অপমান করার অভিযোগে মামলা চলছিল এমন একজন লেখককে গুলি করে হত্যা করা হয়েছে জর্ডানে। নাহিদ হাত্তার নামের এই লেখক তার ফেসবুক পেজে একটি কার্টুন পোস্ট করেছিলেন। অভিযোগ করা হয় ইসলামকে কটাক্ষ করতে কার্টুনটি পোস্ট করেছিলেন হাত্তার।
হাত্তার রাজধানী আম্মানের একটি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে ছিলেন। এসময় তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে এক দুর্বৃত্ত। ব্লাসফেমির অভিযোগে খ্রিস্টান ধর্মাবলম্বী হাত্তারের বিচার চলছিল ওই আদালতে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে বিবিসি অনলাইন এই খবর জানিয়েছে। টেলিভিশনের খবরে জানানো হয়, হত্যাকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লাসফেমির অভিযোগে গত আগস্টে ১৫ দিন কারাগারে ছিলেন এই লেখক। তিনি যে কার্টুনটি পোস্ট করেছিলেন তাতে দুজন নারীর পাশে একজন দাড়িওয়ালা লোককে বিছানায় শুয়ে ধূমপান করতে দেখা যায়। শুয়ে শুয়ে তিনি মদের জন্য প্রার্থনা করছিলেন।
সেলফি তুলতে গিয়ে বিপাকে বুশ, সাহায্যের হাত ওবামার
মাথাভাঙ্গা মনিটর:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার হাত কত লম্বা সেটা কারো অজানা নয়। কিন্তু সামান্য সেলফি তুলতে গিয়েও অনেক সময় তাদেরকে বিভ্রাটে পড়তে হয়। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। রবিবার সকালে এই ঘটনাটি ধরা পড়েছে সিএনএনের ক্যামেরায়। যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকানদের একটি সাংস্কৃতিক জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে সেলফি তোলার ইচ্ছা হয় বুশের। কিন্তু ক্যামেরার ফ্রেমের ভেতর সবাইকে আঁটাতে পারছিলেন না। ওই সময় ওবামাকে সামনে দিয়ে যেতে দেখে হাতের ফোনটি এগিয়ে দেন বুশ। প্রেসিডেন্টও সানন্দে তার হোয়াইট হাউজ পূর্বসূরির ছবি তুলে দেন।
ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত প্রমাণ হওয়ায় পাগলাগারদে ব্রিটিশ যুবক!
মাথাভাঙ্গা মনিটর:এক নারীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হওয়ার পর ২২ বছর বয়সী এক যুবককে পাগলাগারদে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্রিটেনের একটি আদালত। আদালতে নথি থেকে জানা যায়, যুবকটি সন্ধ্যার সময় ইংল্যান্ডের ডার্বি বিশ্ববিদ্যালয়ে ক্লাসের জন্য যাওয়া একটি মেয়েকে রাস্তায় আটকে ফেলে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ডার্বির স্থানীয় পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে বিষয়টি নিশ্চিত করে। আদালতের নথি থেকে আরো জানা যায়, এই ছেলেটি মেয়েটির পথে আগলে দাড়ায় এবং চোখে জোরে ঘুষি মারে। এরপর সে বলে, আমি তোমাকে ধর্ষণ করব। এর এক পর্যায়ে যুবকটি মেয়েটিকে টেনে হিঁচড়ে পথের পাশে গাছের আড়ালে নিয়ে আসে। এ সময় মেয়েটি ছেলেটিকে কামড় দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় এবং বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়।
এলিয়েনদের ভয়ে ভীত স্টিফেন হকিং!
মাথাভাঙ্গা মনিটর:ভিনগ্রহীদের কাছে নিজেদের উপস্থিতি জানান দেয়ার বিপক্ষে মত দিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। ভিনগ্রহীদের যে সভ্যতাগুলো আমাদের চেয়ে উন্নত তাদের দিক থেকে বিপদ আসতে পারে বলে তার আশঙ্কা। তাই অযথা আগ বাড়িয়ে বিপদ ডেকে না আনারই কথা জানালেন এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। মানুষের চেয়ে উন্নত কোন সভ্যতার সঙ্গে যোগাযোগকে তিনি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সঙ্গে তুলনা করেন। ইউরোপীয়দের সংস্পর্শ আমেরিকার আদিবাসীদের জন্য সুখকর ছিল না। একটি অনলাইন ফিল্মকে দেয়া সাক্ষাতকারে নিজের মত তুলে ধরে হকিং। অনলাইন ফিল্মটিতে এসএস-হকিং নামের একটি কাল্পনিক মহাকাশযানে করে মহাবিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ যায়গায় নিয়ে যাওয়া হয় দর্শকদের। ১৬ আলোকবর্ষ দূরের একটি গ্রহে এরকম বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। হকিং বলেন, একদিন আমরা হয়ত এরকম কোন গ্রহ থেকে সিগনাল পেতে পারি। তবে ওই সিগনালের জবাব দেয়ার বিষয়টি ভালো করে ভেবে দেখতে হবে।’ এমনও তো হতে পারে ব্যাকটেরিয়াদেরকে আমরা যে দৃষ্টিতে দেখি এলিয়েনরাও আমাদের সেই দৃষ্টিতেই দেখতে পারে, বলেন হকিং।