নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার: নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের আগুনে বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতে আবারও ছেলের হাতে আরেক বাবা খুন হলেন। এবার নেশার টাকা না দেয়ায় মমতাজ উদ্দিনকে (৫০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে ওমর আলী (১৫)। শনিবার রাত সাড়ে ৩টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নেশা আসক্ত ছেলে ওমর আলী বাবার কাছে টাকা দাবি করে আসছিলো। এ টাকা না দেয়ায় শনিবার রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
তারেক মাসুদ-মিশুক মুনীর নিহতের মামলায় ৩ পুলিশের সাক্ষ্য
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় তিন পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন।রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আফছারুল ইসলাম মনি। এরা হলেন বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, ঘিওর থানার তৎকালীন উপপরির্দশক (এসআই) এনামুল হক ও কনস্টেবল লিটন কাজী। এ সময় আসামি বাস (চুয়াডাঙ্গা ডিলাক্স) চালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী দিন রাখা হয় বলে জানান এপিপি। ২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাস চালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।
রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি জাকির হোসেন (৩০)। গতকাল রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের ভাষ্য, বাহাউদ্দিন, জাকিরসহ কয়েকজন ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাঁদের দেখে গুলি ছোড়ে। বুকে গুলি লেগে বাহাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন জাকির হোসেন। তাঁদের বাড়ি ছাটকড়াইবাড়ি গ্রামে।
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তির ফল আজ
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই ইউনিটে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬১৬ শিক্ষার্থী। এর মধ্য থেকে ২ হাজার ২৪১ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ; আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ; গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা (বিএড সম্মান); আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় সম্মান কোর্স; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।