দেশের টুকিটাকি : মেয়েকে না নিয়ে হাসপাতাল ছাড়বেন না নাসিমা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি

স্টাফ রিপোর্টার: শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছে শিক্ষকদের একটি সংগঠন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায়। সমিতির মহা-সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরাই ওই দায়িত্ব পালন করছেন। এতে স্কুলের দৈনিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে শিক্ষকদের রীতিমত যুদ্ধ করতে হচ্ছে। শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ থাকায় পড়াশোনার মান ব্যাহত হচ্ছে দাবি করে এই শিক্ষক নেতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির দাবি তোলেন।

বাবার আছাড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার: খুলনায় এক বাবা তার এক বছরের শিশুপুত্র হাসানুল সরদারকে আছাড় দিয়ে হত্যা করেছেন। গতকাল শুক্রবার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মাগুরাঘোনা গ্রামের হারুণুর রশিদ সরদার (৩০) এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি মাদক সেবনের জন্য তার স্ত্রী সালমা খাতুনের (২৫) কাছে টাকা চায়। সালমা তাকে টাকা দিতে অস্বীকার করলে হারুণ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হারুণ মায়ের পাশে থাকা এক বছরের শিশু সন্তান হাসানুলকে উঠানে নিয়ে আছাড় দেন। এক আছাড়েই ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ সময় স্ত্রী ও বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হারুণ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা এ সময় তাকে আটক করে স্থানীয় মাগুরাঘোনা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে হারুণকে গ্রেফতার ও নিহত শিশুর লাশ উদ্ধার করে।

জাসদ নেতা ডা. মোয়াজ্জেমের মৃত্যু

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টায় তার মৃত্যু হয় বলে জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান। মুক্তিযোদ্ধা মোয়াজ্জেমের বয়স হয়েছিলো ৬৬ বছর। তার  মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন জাসদের অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।  ১৯৫১ সালের ১৩ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জন্মগ্রহণ করেন মোয়াজ্জেম। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মেয়েকে না নিয়ে হাসপাতাল ছাড়বেন না নাসিমা

স্টাফ রিপোর্টার: একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া ৩ মাসের শিশুকে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করতে পারেনি প্রশাসন। ১৬ দিন আগেই মস্তিষ্কে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি শিশুটির বাবা বাহাদুর ঢালীর সফল অস্ত্রোপচার হয়। কিন্তু সুস্থ হয়ে রোগ বিপর্যয় থেকে রেহাই পাওয়া পরিবার নিয়ে যখন বাড়ি ফেরার সময় হয়েছে, তখন হাসপাতালে হারালেন আদরের সন্তানকে। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি গ্রামের দিনমজুর বাহাদুরকে শনিবার ছেড়ে দেয়ার কথা জানানো হয়েছে হাসপাতাল থেকে। কিন্তু, শিশু কন্যাকে হারিয়ে শয্যা নিয়েছেন বাহাদুর। থেকে থেকে জোরে জোরে বিলাপ করছেন। কন্যা হারানোর পর থেকে নাসিমা বেগমও খাওয়া-দাওয়া বন্ধ করে হা-হুতাশ করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন বলছে, চুরি হওয়া মেয়েটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। খাদিজা নামে তিন মাস বয়সী ওই শিশুকে বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় বোরকা পড়া এক নারী। বাহাদুর (৩৫) আড়াই মাস আগে হাসপাতালে ভর্তির পর থেকে ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় থাকছেন। তার সাথে ছিলেন শিশু খাদিজা ও ১০ বছর বয়সী স্বর্ণাকে নিয়ে স্ত্রী নাসিমাও। নাসিমা জানান, তিন দিন আগে ২৫ বছর বয়সী এক নারী নাসিমা ও তার মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। বৃহস্পতিবার বিকেলে ওই নারী স্বর্ণাকে জামা কিনে দেয়ার কথা বলে হাসপাতালের বাইরে নিয়ে যায়।

Leave a comment