ঘরের মাটিতে টেস্ট চান মিসবাহ

 

মাথাভাঙ্গা মনিটর: গত সাতটি বছর ঘরের মাঠে আর টেস্ট খেলা হয়নি পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতকে ঘর বানিয়ে খেলতে হচ্ছে হোম সিরিজগুলো। তারপরও টেস্ট ৱ্যাঙ্কিংয়ের এক নম্বর দলও হয়ে গেছে তারা। এ

১২ টেস্টের রাজদণ্ডটা আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হলো পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের। সেটি হাতে নিতে নিজেদের মাটিতে টেস্ট খেলতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মিসবাহ। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের হাত থেকে রাজদণ্ড নিয়ে মিসবাহ বলেন, টেস্টে এক নম্বর দল হওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে! এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ক্রিকেট ক্যারিয়ারের সেরা দিন। ৱ্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পুরস্কারটা হাতে পাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গাও আর হতে পারে না। খেলোয়াড়েরা ঘরের মাঠের দর্শক সমর্থনটা খুব মিস করে। দর্শকেরাও নিজেদের চোখে তাদের দল ও খেলোয়াড়দের পারফরম্যান্স দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তবে আমি আত্মবিশ্বাসী যে পরিস্থিতি পাল্টাবে। আন্তর্জাতিক ক্রিকেট খুব শিগগিরই ফিরবে পাকিস্তানে।