দামুড়হুদায় দেশি প্রজাতির খেজুর ও তালের চারা রোপণ করলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দেশি প্রজাতির খেজুর ও তালের চারা রোপণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে গত শুক্রবার বিকেলে উপজেলার মদনা থেকে হৈবতপুর স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দু ধারে খেজুর ও তালের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শ্রী নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু, উচ্চমান সহকারী আমিরুল ইসলাম পলাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী ইয়াসির আরাফাত লেমন, আজাহার আলীসহ স্থানীয়চাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান জানান, খেজুরের রস ও গুড় বেশ স্বুসাদু। এছাড়া তালশাষ গরমের দিনে খুবই তৃপ্তিদায়ক একটি ফল। তালের পিঠাও একটি পুষ্টিকর খাদ্য। অথচ ইটভাটার খড়ি হিসেবে ওই সমস্ত খেজুর ও তাল গাছ কেটে সাবাড় করা হচ্ছে। এলাকা থেকে উজাড় হয়ে যাচ্ছে খেজুর ও তাল গাছ। তাছাড়া খেজুর ও তাল গাছ সড়কের মাটি ভাঙ্গন রোধে বিশেষ ভূমিকা রয়েছে। দেশি প্রজাতির ওই সমস্ত খেজুর ও তালগাছ টিকিয়ে রাখতেই নুতন করে রোপণের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, চলতি মরসুমে ১০ হাজার খেজুর এবং ৫ হাজার তালের চারা রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। যা অতি স্বল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন সড়কের ধারে রোপণ করা হবে। এছাড়া গত মরসুমে কার্পাসডাঙ্গা-চন্দ্রবাস সড়কের দু ধারে এবং শিবনগর ডিসি ইকো পার্কে প্রায় ৪ হাজার খেজুর ও তালের চারা রোপণ করা হয়েছে।