বিশ্ব টুকিটাকি : ভারতে গণেশ ডুবাতে ডুবলো ১৬ জন

পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যকে ফিলিস্তিনির ছুরিকাঘাত

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম তীরের হেবরন শহরে গতকাল শনিবার এক ফিলিস্তিনি নাগরিক এক ইসরাইলি সৈন্যকে ছুরিকাঘাত করেছে। হামলা চালানোর পর ইসরাইলি সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ইসরাইলিদের ওপর চারবার হামলা চালানো হল। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেবরনের তেল রুমেইদা এলাকায় নিয়মমাফিক নিরাপত্তা পরীক্ষা চালানোর সময় হামলাকারী ছুরি বের করে ওই সৈন্যের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। বিবৃতিতে আরো বলা হয়, জবাবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালালে সে নিহত হয়। গত শুক্রবার, ইসরাইলে হামলা চালানোর সময় কথিত তিন হামলাকারী নিহত হয়েছে। এদের মধ্যে দুজন দখলকৃত হেবরনে ও তার আশেপাশে এবং একজন ইসরাইলের অন্তর্ভুক্ত পূর্ব জেরুজালেমে নিহত হয়। বৃহস্পতিবার হেবরনে আরেকজন নিহত হয়েছে। তিনি গ্রেফতার এড়াতে চেষ্টা করলে ইসরাইলি সৈন্যরা তাকে গুলি করে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ডের সন্ধান পেলেন গবেষকরা

মাথাভাঙ্গা মনিটর: না, এটা কোনো বড় পাথর নয়। এই গোলাকার বস্তু মূলত একটি উল্কাপিণ্ড! সম্প্রতি এর সন্ধান পেয়েছেন গবেষকরা। উল্কাপিণ্ডটি প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিলো বলে দাবি আবিষ্কারকদের। আর্জেন্টিনার এক কৃষিজমি থেকে এই বিশালাকার উল্কাপিণ্ডটি আবিষ্কার করেছেন চাকো অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা। ৩০ টন ওজনের মহাকাশের অচেনা বস্তুটি মাটির নিচে থেকে তুলতে বেশ কসরত করতে হয়েছে তাদের। তবে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা গবেষকদের। গবেষকদের মতে, এটিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড। এর নাম দেয়া হয়েছে গানসিডো মিটিওরাইট। বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছিল আফ্রিকার নামিবিয়ায়, যার ওজন ছিলো ৬০ টন। আর নাম দেয়া হয়েছিলো ‘হোবা’।

যে সেরা পাঁচে রোনালদোই একমাত্র পুরুষ

মাথাভাঙ্গা মনিটর: টেলর সুইফট, কেটি পেরি, সেলেনা গোমেজ আর রিয়ানা। এই চারজনের মাঝে আছেন কেবল তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ফুবলার। ভার্চুয়াল জগতে কার অনুসারী সবচেয়ে বেশি সেটা বের করে একটা তালিকা করা হয়েছে। সেরা পাঁচে একমাত্র পুরুষ হিসেবে আছেন রোনালদো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে এই তালিকা বানানো হয়েছে। এই তিন মাধ্যম মিলিয়ে রোনালদোর অনুসারী ২৩ কোটি ৮০ লাখ। সবার আগে আছেন আমেরিকার সঙ্গীত তারকা সুইফট। তার মোট অনুসারী ২ কোটি ৪৬ লাখ। এরপরই রোনালদো। তিনে আছেন আরেক মার্কিন সংগীতশিল্পী পেরি। ২ কোটি ১৯ লাখ। সেলেনার অনুসারী ২ কোটি ৫০ লাখ। রিয়ানার অনুসারী ১৯ কোটি। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে, সবচেয়ে বেশি অনুসারী আছে এমন সেরা ২০ জনের ১৩ জনই সংগীত তারকা।

ভারতে গণেশ ডুবাতে ডুবলো ১৬ জন

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মহারাষ্ট্রে গণেশ ডুবানোর সময় পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গণেশ পূজার পর তাকে ধর্মীয় প্রথা অনুসারে পানিতে ডুবানোর সময় অসাবধানতাবশত এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতের মহারাষ্ট্রে প্রতি বছর বেশ ধুমধাম করে গণেশ পূজার আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা অর্চনা শেষে বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে গণেশ ডুবিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার সময় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্য সন্দীপ সিরাত ও স্থানীয় রামেশ্বর চন্দ্র মুসালগামের পুকুরে প্রাণ হারান। স্কুলশিক্ষক পরমেশ্বর সেঙ্গুলীসহ তিন ছাত্রের প্রাণ যায় গোদাভারি নদীতে। জালগাওয়ের কাং নদীতে ভেসে যায় আরও দুই ছাত্র। ২৭ বছর বয়সী নারী মানীষাসহ ৫ বছরের প্রিয়া ডুবে মারা যায় বুদ্ধনগর এলাকায়।

বিশ্বের উচ্চতম জন্মদিনের কেক মোদীর জন্য!

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের উচ্চতম বার্থ ডে কেকের রেকর্ড গড়ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেকটি তার হাতে তৈরি না হলেও তাকে উদ্দেশ্য করেই কেকটি তৈরি করা হচ্ছে। জানা যায়, মোদীর ৬৬তম জন্মদিন ৩ হাজার ৭৫০ কেজি ওজনের এই পিরামিড কেকটি তৈরি করেছেন অতুল বেকারির প্রতিষ্ঠাতা অতুল ভিকারিয়া। তিনি জানিয়েছেন, ভারতের প্রান্তিক অঞ্চল থেকে আসা শিশুরা মোদীর জন্মদিন পালনের জন্য এই কেকটি কাটবে। শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওর সহায়তায় এই কেকটি তৈরির উদ্যোগ নিয়েছেন অতুল। তিনি জানান, কেকটি শতভাগ নিরামিষভোজীদের খাদ্য উপাদান থেকে তৈরি। এখানে কোন আমিষ নেই। আমরা আশা করছি এই কেকটি তৈরি করে বিশ্বরেকর্ড গড়েছি আমরা। কেকটিকে গিনেস বুকে অন্তর্ভুক্তির জন্য আমরা আবেদনও করেছি। উল্লেখ্য, এই কেকটি তৈরির আগ পর্যন্ত বিশ্বের সবচাইতে উঁচু কেকের রেকর্ডটি ছিলো পোল্যান্ডের। এমটিআর রেজিসজো ইন্টারন্যাশনাল ফেয়ারের উদ্দেশ্যে তৈরি সেই পিরামিড কেকটি ছিল ৫ ফুট ৮ দশমিক ৫ ইঞ্চি উঁচু। ২০১১ সালের ২১ মে তৈরি কেকটির ওজন ছিলো ৭২০.৮ কেজি। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও বিজনেজ স্ট্যান্ডার্ড।

 

Leave a comment