জীবননগর ব্যুরো: তুচ্ছ ঘটনায় সংঘবদ্ধ হামলায় মারাত্মক আহত জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের গৃহবধূ মমতাজ বেগম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনায় থানায় মামলা করায় বাদীকে মারপিট করা হয়েছে। এখন মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হত্যার হুমকি। দিশেহারা হয়ে পড়েছে আহত মমতাজের পরিবার।
গত ১৫ আগষ্ট জীবননগর থানায় দায়েরকৃত মামলা ও জিডি সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণপুর গ্রামের হায়দার আলীর স্ত্রী মমতাজ বেগমকে ওই গ্রামের সেরেস্তা মল্লিকের ছেলে রুস্তম মল্লিক, আমিরুলের ছেলে রতন মল্লিক, সনতো মল্লিক, মোমিন মল্লিক, সেলিম মল্লিকসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মমতাজ বেগম ও তার ছেলে হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মমতাজ বেগমের অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় আহতের ছেলে উজ্জ্বল হোসেন বাদী হয়ে গত ১৫ আগস্ট জীবননগর থানায় এই ঘটনায় ৬-৭ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা আদালত থেকে জামিনে নিয়ে ফিরে এসে মামলা তুলে নিতে উজ্জ্বলকে হুমকি প্রদান করে এবং গত ১০ সেপ্টেম্বর তাকে মারধর করে। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ফের একটি জিডি করা হয়।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনজার্চ লিয়াকত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই বিষয়ে আইনগত ব্যবস্থাসহ বাদীর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।