সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনাসভায় উপজেলা চেয়ারম্যান অমল

 

ষড়যন্ত্র করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামানো যাবে না

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র করে কেউ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড থামাতে পারবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুপথে চলছে। যারা দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার উথলী বাজার ফুটবাল মাঠে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেনেরহুদা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন, জীবননগর উপজেলা আওয়ামী-যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈসা, উপজেলা আওয়ামী-যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল বাসার শিপ্লু, আব্দুল খালেক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ছাত্র উপবৃত্তি বিষয়ক সম্পাদক এমএম মুসতাকিম জামিন, ওবাইদুল হক প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেনেরহুদা ও মৃগমারী গ্রাম থেকে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও বিএনপি থেকে দু শতাধিক নেতাকর্মী জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদেন।