মেহেরপুরের বেলতলাপাড়ায় ঝাঁপান প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বেলতলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে বেলতলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেঁ দিনব্যাপি ঝাঁপান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ প্রতিযোগিতায় একদিকে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের ভোলা ও তার দল এবং অপরদিকে অংশগ্রহণ করেন গাংনী উপজেলার খালধলা গ্রামের শরিফ ও তার দল। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক, ওস্তাদ আসকার আলী, সদস্য আলহাজ, ব্যবসায়ী আমিরুল ইসলাম, রেজাউল হক, মজিবর, মহিম প্রমুখ।

আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক জানান- সাপের মন্ত্রগুলো জাগ্রত রাখার জন্য প্রতি বছরের ভাদ্রমাসের শেষ দিন ঝাঁপান গানের আয়োজন করা হয়। একশ বছরের অধিক সময় ধরে পূর্ব পুরুষরা ঝাঁপান গান করে আসছিলো। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমরাও বছরের শেষ ভাদ্রে এ ঝাঁপান গানের আয়োজন করে থাকি।