দেশের টুকিটাকি : জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেয়া স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে বুধবার পদকটি সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। ২০০৩ সালে তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। ওই পদক্ষেপ জিয়াকে ওপরে তোলার চেষ্টা হিসেবে দেখে জাতির জনককে অবমাননার তীব্র সমালোচনা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার সমপ্রতি জিয়াকে দেয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বাতিলের সিদ্ধান্ত নেয়। সংস্কৃতি সচিব আকতারী মমতাজ বলেন, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওই পদক বাতিল করার। এই সিদ্ধান্ত নিয়ে তারা ওই পদকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন। মিউজিয়াম থেকে পদকটি নিতে আমাদের চিঠি দিয়েছিলেন।

মানবতা বিরোধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে

স্টাফ রিপোর্টার: বিচারকার্য শেষ হয়ে যাওয়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আনিসুল হক বলেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। দুই মন্ত্রীর বিষয় জানতে চাইলে আনিসুল হক বলেন, তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। দুই বিচারপতির স্বাক্ষরের পরই রায়টি বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত রায়টি ১৮২ পৃষ্ঠার। বিচারপতি মোহম্মদ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ গত ১৫ জুন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। রায় ঘোষণার আড়াই মাস পর এই রায়প্রকাশ করা হলো। এখন এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন। মূল রায়টি লিখেছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অপরদিকে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক ওবায়দুল হাসান এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক যে দ্বন্দ্ব রয়েছে সে বিষয়টি নিয়ে রায়ে তিনি নিজস্ব অভিমত তুলে ধরেছেন।

দুই জেএমবি দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই দম্পতিকে গ্রেফতার করেছে ৱ্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মার্জিয়া আক্তার সুমি (১৮), শরিফুল ইসলাম ওরফে সুলমান মাহমুদ (২০), নাহিদা সুলতানা (৩০) ও আমিনুল ইসলাম (৩৫)। মঙ্গলবার রাত নয়টার দিকে ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে সুমি, সুলতান ও আমিনুলকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য নিয়ে নারায়ণগেঞ্জর ফতুল্লার একটি বাসা থেকে নাহিদাকে গ্রেফতরা করা হয়। ওই বাসা থেকে জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়। ৱ্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা জেএমবির সদস্য। তারা স্বামী-স্ত্রী হিসেবে এই সংগঠনে কার্যক্রম চালায়। সম্প্রতি তারা পাকিস্তান যাওয়ার উদ্যোগ নিয়েছিল। তারা নব্য জেএমবি’তে একত্রিত হয়ে আরো সদস্য সংগ্রহের চেষ্টা করছিল।

 

Leave a comment