তিন অধ্যক্ষের সাথে আলোচনা করলেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিভাগে ব্যবহারিকে ফল বিপর্যয়

 

স্টাফ রিপোর্টার: চলতি বছর উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পদার্থ বিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় ফল বিপর্যয়ে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন তৎপরতা শুরু করেছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক সায়মা ইউনুস স্থানীয় তিনটি কলেজের অধ্যক্ষের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, পৌর কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা সুলতানা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সরকারি কলেজ কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এবং গত ৩০ আগস্ট যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

প্রসঙ্গত, গত ৪ বছর ধরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সকল বিভাগের পরীক্ষার্থীরা পৌর কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন। চলতি বছর পরীক্ষা চলাকালে পৌর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীমা সুলতানা পরীক্ষার হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন ও খাতা কেড়ে নিতেন বলে অভিযোগ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে ১২ নম্বর পর্যন্ত দেয়া হয়েছে। শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করলেও পদার্থবিজ্ঞান ব্যবহারিকে কম নম্বর পায়। বিষয়টি জানাজানি হলে অধ্যক্ষ শাহজাহান আলী ও প্রভাষক শামীমা সুলতানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।