ঝিনাইদহে একীভূত ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Jhenidah 07-09-16 (1dddd)

ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল বুধবার সকালে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একীভূত ক্রীড়া প্রতিযোগিতা আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কানিজ আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসএলএফ নেদারল্যান্ড ও ডি.আর.আর.এ’র আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের পরিচালক কমৃসূচি আশাবুল হক, সুরাইয়া পারভীন শিল্পি, ড্রিম প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, ড্রিম প্রকল্প’র এরিয়া সমন্বয়কারী নাসির উদ্দিন প্রমূখ।

আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। বাক ও শ্রবণ প্রতিবন্ধী, সাধারণ শিক্ষার্থী, কিশোর-কিশোরী, যুবক-যুবতি ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, দড়িলাফ, মোরগ লড়াই, চেয়ার সিটিংসহ ৬ খেলায় অংশ নেয়।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা সহকারী প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা। অনুষ্ঠানে শিক্ষক, প্রতিবন্ধী শিশুকিশোর, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, চাইল্ড ক্লাবের সদস্য, প্যারেন্স ক্লাবের সদস্য, বিভিন্ন এনজিওকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার-মানুষ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে সহযোগিতা করেন সুরাইয়া পারভীন শিল্পী ও ফাতেমা জাহান রুমা।