ঘুষ খাওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ
মাথাভাঙ্গা মনিটর: চীনা কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় সিনেটর স্যাম দাস্তিয়ারি।
২০১৪ সালে চীন সরকারের সাথে সংশ্লিষ্ট ইউহু গ্রুপকে অর্থের বিনিময়ে সুবিধা দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষিণ সাউথ ওয়েলসের লেবার পার্টির দাস্তিয়ারি। ওই কোম্পানিকে ব্যক্তিগত ভ্রমণের জন্য এক হাজার ৬৭০ অস্ট্রেলিয়ান ডলার ঋণ দেয়ার কথা স্বীকার করেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফেয়ারফ্যাক্স ওই অর্থ কেলেঙ্কারির কথা প্রথম প্রকাশ করে। এরপর সিনেটরের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। তিনি যুক্তরাষ্ট্রীয় ও প্রাদেশিক রাজনৈতিক দলের বিধি লঙ্ঘন করেছেন কি-না তা খতিয়ে দেখা হয়।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে সিনেটর দাস্তিয়ারি বলেন, দেশ এবং দেশের নাগরিকরা বড় বড় সমস্যা মোকাবিলা করে চলেছে। সেদিক থেকে দৃষ্টি সরাতেই আমার আচরণ নিয়ে তদন্ত চলছে। আমি একটি ভুল করেছি এবং ভুলের মূল্য দিচ্ছি। তবে লেবার নেতা বিল শর্টেন বলেছেন, তিনি দাস্তিয়ারিকে বরখাস্ত করবেন না। কেননা তিনি আরেকবার সুযোগ পাওয়ার যোগ্য।
আপন মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ১০ বছর কারাদণ্ড
মাথাভাঙ্গা মনিটর: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির। পাশাপাশি এক লাখ রুপি জরিমানাও করেছেন বিচারক। সাজাপ্রাপ্ত শেখ মাস্তান বলীর বিরুদ্ধে গত বছর এই অভিযোগ ওঠায় তাকে গ্রেফতার করা হয়। এরপরে মঙ্গলবার তাকে সাজা শুনিয়েছে আদালত। ৩৭ বছরের শেখ মাস্তানের এক মেয়ে ও এক ছেলে। তবে তারা মায়ের সাথে গত কয়েক বছর ধরে আলাদা থাকতো। গত বছর সে স্ত্রীকে বলে নিজের মেয়েকে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে আসে। স্ত্রী কোনও কিছু না ভেবেই ১৫ বছরের মেয়েকে বাবার কাছে পাঠিয়ে দেয়। বাড়িতেই এরপরে নিজের মেয়ের উপরে ১৫ দিন ধরে শারীরিক নির্যাতন চালায় শেখ মাস্তান। এরপরে বাড়ি ফিরে মাকে সব খুলে বলে ওই কিশোরী। ঘটনা জানতে পেরেই সাথে সাথে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার ১৩ সদস্য নিহত
মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ১৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। গতকাল বুধবার এই তথ্য জানানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টম্বরের মধ্যে কেন্দ্রীয় ইয়েমেনের শাবওয়াহতে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে এবং নিহতের পরিচয় কি তা বিবৃতিতে জানানো হয়নি। যুক্তরাষ্ট্র বলেছে, ওই এলাকা, যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের জন্য এই গ্রুপটি এখনো হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেছে, ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে হামলার ফলে সন্ত্রাসি নেটওয়ার্কে চাপ সৃষ্টি করেছে। এছাড়া মার্কিন নাগরিক, আমাদের দেশ ও জোটের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনার বিষয়টি প্রতিরোধ করেছে।
ইরানিদের অমুসলিম বললেন সৌদির শীর্ষ ইমাম
মাথাভাঙ্গা মনিটর: ইরানিদের অমুসলিম বলে অভিহিত করেছেন সৌদি আরবের শীর্ষ ইমাম মুফতি আব্দুল আজিজ আল শেখ। সৌদি আরবের হজ ব্যবস্থাপনা নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সমালোচনার একদিন পর তিনি এ কথা বলেন। সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতু্ল্লাহ আলী খামেনির অভিযোগগুলোকে বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন। প্রাচীন ইরানি ধর্ম জরথুস্ত্রের দিকে ইঙ্গিত করে আব্দুল আজিজ বলেন, তারাতো মেজাইয়ের (প্রাচীন ইরানি পুরোহিতমণ্ডলী) সন্তান। মধ্যপ্রাচ্যের দুটি নেতৃস্থানীয় মুসলিম দেশ, সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে পরস্পরের বিষয়ে গভীর সন্দেহ বিরাজ করছে।