স্টাফ রিপোর্টার: যশোর-খুলনা মহাসড়কে লরিচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র হিমেল (১৩) ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সাকিল (১৪)। এছাড়া অপর স্কুল ছাত্র কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে আবু সাঈদকে (১৩) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির ছাত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই তিন ছাত্র মোটরসাইকেলে যশোর শহরের দিকে আসছিলো। পদ্মবিলা এলাকায় পৌঁছুলে একটি লরি তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে সাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় হিমেল এবং সাইদকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আহত হিমেল ও সাইদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪টার দিকে তাদের অ্যাম্বুলেন্সে তোলার সময় হিমেলের মৃত্যু হয়। আবু সাইদকে ঢাকায় পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, লরিটি আটক করেছে পুলিশ।