বিশ্ব টুকিটাকি : ভারতীয় সুন্দরী হলেন মিস জাপান

ভারতীয় সুন্দরী হলেন মিস জাপান

মাথাভাঙ্গা মনিটর: বর্ণবিদ্বেষকে বুড়ো আঙুল দেখিয়ে মিস জাপান খেতাব জিতে নিলেন ভারতীয় বংশোদভূত ২২ বছর বয়সী প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া। তার বাবা কলকাতার বাসিন্দা ছিলেন, তবে মা জাপানি। জাপানে প্রতিবছর সুন্দরী প্রতিযোগিতা জিতে শ্বেতাঙ্গ জাপানি সুন্দীরাই। অন্য বর্ণের বা সংকর বর্ণের কেউ তা কোনোদিনই পায়নি। তবে গত বছর এ ধারা ভাঙে। সেজন্য কৃষ্ণাঙ্গ আরিয়ানা মিয়ামোতো মিস ইউনিভার্স জাপান খেতাব জেতার পর থেকেই দেশটিতে হইচই শুরু হয়। আরিয়ানার মিস জাপান হওয়া প্রিয়াঙ্কার সাহস অনেকটা বাড়িয়ে দেয়। কারণ, বর্ণবিদ্বেষের কারণে জাপানে প্রতি পদে অসহনীয় অপমান সহ্য করতে হয়েছে তাকে। প্রিয়াঙ্কার ভাষ্য, আমি জাপানি। কিন্তু তবুও আমার বিশুদ্ধতা নিয়ে আমাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমার বাবা ভারতীয়। তবে তার জন্য আমি গর্বিত। তার মানে এই নয় যে, আমি জাপানি নই। প্রিয়াঙ্কা মাত্র ১০ বছর বয়সে জাপানে যান। তখন থেকেই প্রতি পদে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে তাকে। কোনোও শ্বেতাঙ্গ তাকে ছুঁলেও মনে করত কোনও নোংরা ছুঁয়েছে। এমন ঘটনাই তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে বলে খেতাব জিতে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

ইথিওপিয়ার কারাগারে আগুন : নিহত ২৩

মাথাভাঙ্গা মনিটর: ইথিওপিয়ার একটি কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ২৩ বন্দি নিহত হয়েছেন। গত শনিবার সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবার কিলিনতো কারাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকারি বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ২১ জন পদদলিত হওয়ার পর দমবন্ধ হয়ে মারা যান ও অপর দুজন কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হন। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, কারারক্ষীরা কয়েদিদের গুলি করে মেরেছেন। কারাবন্দিদের জেল ভাঙার উদ্যোগের জেরে ইচ্ছা করে কারাগারে আগুন লাগিয়ে দেয়া হয়েছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। আগুন লাগার পর সেখান থেকে ধারাবাহিক গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ওই কারাগারে সরকারবিরোধী প্রতিবাদকারীরা বন্দি ছিলেন।

থাইল্যান্ডে স্কুলের পাশে বোমা হামলায় বাবা-মেয়ে নিহত

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডে একটি স্কুলের পাশে বোমা হামলায় এক ব্যক্তি ও তার চার বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার নারাথিওয়াত প্রদেশে এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরো আট জন। দেশটির সেনাবাহিনীর অপরাশেন্স কমান্ড জানায়, একটি মোটরসাইকেলে করে বোমা হামলা চালানো হয়। স্কুলের প্রবেশ পথেই মোটরসাইকেল পার্ক করা ছিলো। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে আইএসওসি এর উপমুখপাত্র জানান, আমরা ধারণা করছি অস্থির অবস্থা তৈরির জন্যই এই হামলা চালানো হচ্ছে।’ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রাওয়াইত ওংসওয়ান বলেন, তারা ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

উত্তর কোরিয়ায় বন্যায় ৬০ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় উত্তর কোরিয়ায় ৬০ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো ৪৪ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি নদীর পানি উপচে ব্যাপক বন্যা ঘটায়। গত শুক্রবার পিয়ংইয়ং জানায়, চার দিনের রেকর্ড পরিমাণ বর্ষণে তুমেন নদীর পানি থেকে বন্যা সৃষ্টি হয়। নদীটি চীন ও রাশিয়ার সীমান্তবর্তী এলাকায়। পার্শ্ববর্তী মুসান ও হোয়েরইয়ং এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকাগুলোর অন্তত পাঁচ শতাংশ মানুষ এখন গৃহহীন।

কাশ্মির ছেড়ে জম্মু ও লাদাখের পৃথক রাজ্য দাবি

মাথাভাঙ্গা মনিটর: কাশ্মিরের সাথে সম্পর্ক ছিন্ন করে পৃথক রাজ্যের মর্যাদা দাবি করেছে জম্মু ও লাদাখ। কাশ্মির নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদের দুই দিনের বৈঠকে লাদাখ ও জম্মুর প্রতিনিধিদের একাংশ ওই দাবি তুলেন। তাদের বক্তব্য, অশান্ত কাশ্মিরের সাথে থাকার জন্যই উন্নয়ন, বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে জম্মু ও লাদাখ। রোববার সর্বদলীয় প্রতিনিধিরা বৈঠক করলেও স্বাধীনতাকামী আন্দোলনকারীদের সাথে দেখা হয়নি তাদের। এর পরে মঙ্গলবার সকাল থেকে ফের কাশ্মিরের নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ছাত্রদের সাথে আলোচনায় বসেন সর্বদলীয় প্রতিনিধিরা। এই দুই দিনই বৈঠকেই জম্মুর এক নির্দল বিধায়ক কাশ্মিরের থেকে আলাদা হওয়ার দাবি তোলেন। একই দাবি ওঠে লাদাখের প্রতিনিধিদের পক্ষ থেকেও।

 

Leave a comment