শিশু-সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের এবারের ধারাবাহিক নাটক ‘বকা খেয়ে বগুড়ায়’। ৮ পর্বের এই ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি আফজাল হোসেন ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী কোনাল। আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। গল্পে দেখা যাবে, ভদ্রলোক বিখ্যাত প্রাণী বিজ্ঞানী খোরশেদ আলম। মাস তিনেক আগে বগুড়ায় বিরল প্রজাতির বিষাক্ত মাছ নিয়ে গবেষণা করতে গিয়ে এই বিষাক্ত মাছের বিষেই মৃত্যুবরণ করেছেন। শরিফ সিঙ্গাপুরী সকাল থেকে কয়েকবার ফোনে কল করেছেন ছোটকাকুকে ব্যাপারটি খুব ইন্টারেস্টিং বলে। সন্ধ্যায় ছোটকাকু প্রায় ২ ঘণ্টা মিটিং করেছেন আবদুল খালেক তরফদার ও ইমান আলীর সঙ্গে। ছোটকাকু অনেককিছু জানার চেষ্টা করছিলেন বিজ্ঞানী খোরশেদ আলমের মৃত্যুর পর থেকেই। ছোটকাকু বিজ্ঞানী খোরশেদ আলমের মৃত্যুকে সহজে মেনে নিতে পারছিলেন না। তার বরাবরই মনে হচ্ছিল এই মৃত্যুটি স্বাভাবিক নয়, যে কারণে এই কেসটা নিয়ে গত কয়েক মাস ধরে বগুড়ার পুলিশ ও রুমার সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন।