গাংনী প্রতিনিধি: দয়া বা করুণা দিয়ে প্রতিবন্ধীতা জয় করা যায় না। এজন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। সক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ করে দিলে তারাও হতে পারে একজন সফল মানুষ। প্রতিবন্ধীতাকে অযোগ্যতা হিসেবে না দেখে তার মেধা ও যোগ্যতাকে মূল্যয়ন করলেই অনেক প্রতিবন্ধী পাবে কর্মের সুযোগ। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় উপরোক্ত মতামত প্রকাশ করেন বক্তারা।
প্রতিবন্ধীতা জয় করা কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে এমএডিপি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করণীয় শীর্ষক ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শতভাগ প্রতিবন্ধীর সরকারি ভাতা নিশ্চিত হয়নি। হাসপাতালসহ সরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহনে প্রতিবন্ধীদের চলাচলের যথাযথ পরিবেশ নেই। প্রকৃতঅর্থে যদি তাদের জন্য অনুকুল পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে তাদের মানসিক কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। তাই প্রতিবন্ধীদের প্রতি দয়া নয়, তাদেরকে বিছিন্ন কোন গোষ্টি মনে না করে সমাজের মূল ধারার অংশ হিসেবে সম্মান দিতে হবে।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী রাইপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আকলিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, নারীনেত্রী নুরজাহান বেগম। প্রভাষক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতি সভাপতি ইনামুল হক, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাড়াডোব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তোরিফা নাজনীন, প্রতিবন্ধী উমর ফারুক, ডেইজি, নয়ন, হৃদয়, শিউলি প্রমুখ।