দেশের টুকিটাকি : পেট ও বুক জোড়া লাগা জমজ শিশুর জন্ম

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক ও ইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কারাগারে আটক একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কণক সরওয়ারকেও আসামি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সালাম কারাগারে আছেন। বাকি তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। ক্রিমিনাল ইন্টলিজেন্স অ্যান্ড প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে। ২০১৫ সালের ৮ জানুয়ারি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

দোহারে পদ্মায় ডুবে ঢাবির ২ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মৈনটঘাট এলাকার পদ্মা নদীতে এঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাজুয়ার নির্ঝর (২৩) ও আহমেদ হাসান লিপটন (২২)। তাদের মধ্যে নির্ঝর রাজধানীর উত্তরা ও আহমেদ হাসান সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সহপাঠী ও স্থানীয়দের বরাত দিয়ে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২/১৪ জন শিক্ষার্থী দোহারের ঘুরতে আসে। দুপুর আড়াইটার দিকে তারা পদ্মায় গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে ঐ দুইজন শিক্ষার্থী ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিনঘণ্টা চেষ্টার পর তাদের দুইজনের লাশ বিকাল সাড়ে পাঁচটার দিকে দোহারের মৈনটঘাটের পদ্মা নদী থেকে উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

পদ্মায় স্পিডবোট ডুবি : বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিখোঁজ ৩

স্টাফ রিপোর্টার: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় ঢেউয়ের ধাক্কায় দুটি স্পিডবোট ডুবির ঘটনায় আইরিন নাহার এ্যানি (২৫) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা। আইরিন নাহার এ্যানি বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেস টেকনোলজিতে (বিইউবিটি) এমবিএ শেষবর্ষের ছাত্রী এবং শিবচর পৌর বাজারের শিউলী স্টোরের মালিক আবদুর রবের মেয়ে। নিঁখোজ অপর দুইজনের পরিচয় জানা যায়নি। কাওড়াকান্দি ঘাট সূত্রে জানায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝ পদ্মায় আসলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে যায়। এর কিছুক্ষণ পরে কাওড়াকান্দি ঘাট থেকে আরো একটি স্পিডবোট ১৭ জন যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। শিমুলিয়া ঘাটের কাছাকাছি গেলে সেটিও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে উল্টে যায়।

পেট ও বুক জোড়া লাগা জমজ শিশুর জন্ম

স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলে পেট ও বুক জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার সকালে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই একটি শিশু মারা গেলেও অপর শিশুটি জীবিত রয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জোনাইলের চামটা গ্রামের মোজাম্মেল হক ইত্তুর স্ত্রী অজুফা খাতুন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তৃতীয় সন্তান জন্ম নেয়। শিশুটির পেট থেকে গলা পর্যন্ত ও বাম হাত দুটি জোড়া লাগানো। শিশু দুটির মধ্যে একটি মারা যাওয়ায় অপরটি নিয়ে বিপাকে পড়েছে অভিভাবকেরা।

 

Leave a comment