চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবা দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় সহসভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা বক্তব্য রাখেন। এ সময় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মালিক, ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন ও চক্ষু চিকিৎসক ইউনুস আলীসহ ডায়াবেটিক সমিতি ও রেডক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।

শৃঙ্খলাই জীবন স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সাল থেকে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের দোতলা ভবনের নিচতলায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।