খাদিমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে অবৈধভাবে ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিজান চালিয়ে এ জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে সোহেল ফার্মেসিকে ডাক্তার ভিজিটের ওষুধ রাখার দায়ে সোহেল ফার্মেসির স্বত্বাধিকারী সোহেল হোসেনকে ৮ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাশেই সোহাগ ফার্মেসিতে অভিযান চালিয়ে ফুড আইটেম রাখার অপরাধে ২ হাজার ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে ভালাইপুর মোড়ে অবৈধভাবে ওষুধ বিক্রির দায়ে মীর মেডিকেলের স্বত্বাধিকারী মইনুল ইসলাম বিটুকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের শামসুজ্জামান। এ সময় আদালতকে সহযোগিতা করেন ওষুধ তত্বাবধায়ক সুকর্ণ আহমেদ। দায়ী ব্যবসায়ীরা জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।