মুজিবনগরের ভবেরপাড়া ও বল্লভপুরে বিভিন্ন গীর্জা পরিদর্শন করলেন পুলিশ সুপার

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের ভবেরপাড়া ও বল্লভপুরে খ্রিস্টান সম্প্রাদায়ের বিভিন্ন গীর্জা পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপার রহমান প্রথমে ভবেরপাড়া গীর্জা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মিশন স্কুল হলরুমে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

ভবেরপাড়া খ্রিস্টান ক্যাথলিক চার্চের পুরোহিত ডমনিক হালদারের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক আহসান হাবীব, ডিবি’র ওসি জালাল উদ্দিন, এসআই মতিউর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন সহকারী পুরোহিত অমিও মিস্ত্রী, ইউপি সদস্য দিলিপ মল্লিক। পরে বল্লভপুরে খ্রিস্টান সম্প্রাদায়ের বিভিন্ন গীর্জা, মিশন হাসপাতাল, এতিমখানা ও মিশন স্কুল পরিদর্শন শেষে সেখানে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন বল্লভপুর চার্চ অব বাংলাদেশের পুরোহিত রেভা. বিলিয়ম সরদার। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক আহসান হাবীব, ডিবি’র ওসি জালাল উদ্দিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ইউপি সদস্য মি. সংকর বিশ্বাস প্রমুখ। এ সময় পুলিশ সুপার আনিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।