চুয়াডাঙ্গার ছয়মাইলে গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার সাগর নিহত : ৮ গরুব্যবসায়ী জখম

পাঁচমাইল প্রতিনিধি: একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে আরেকটি ট্রাক। এ ঘটনায় ট্রাকের হেলপার সাগর নিহত হয়েছেন। ট্রাকে থাকা ৮ গরুব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনের পা ভেঙে গেছে। গতরাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ট্রাক হেলপার সাগর (৩২) পাবনা জেলার আমিরপুর বাজারস্থ মৃত বজলু শেখের ছেলে। ২ বছর আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর গ্রামে আসেন সাগর। গ্রামের মল্লিকপাড়ায় শ্বশুর রহম উদ্দীনের বাড়িতে দ্বিতীয় স্ত্রী মাহফুজা খাতুনকে নিয়ে বসবাস করছিলেন তিনি।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রাম থেকে একটি ট্রাকযোগে (ঢাকা মেট্রো ট-১৪৯৯৩৬) ১০/১২ জন গরুব্যাপারি গরু কেনার জন্য কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা দেন। গতরাত ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ৬ মাইল মিলপাড়া নামক স্থানে একটি ট্রাককে পাশ কাটিয়ে ব্যাপারি বহনকারী ট্রাকটি আগে যেতে চায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তা সংলগ্ন একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাক হেলপার সাগরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. এহসানুল হক মাসুম তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা গরুব্যবসায়ীদের মধ্যে ৮ জন আহত হন। এর মধ্যে ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়। দুজনের অবস্থা গুরুতর। এরা হলেন বড় দুধপাতিলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফুর রহমান (৩৫) ও মৃত নূর ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৫৫)। অন্য আহতরা হলেন একই গ্রামর আমিরুলের ছেলে জসিম, মিনা মোল্লার ছেলে হায়াত আলী, ফলেহারের ছেলে ফারুক, রহিমের ছেলে হাবিবুর, আবদুস সাত্তারের ছেলে ইখতিয়ার ও দর্শনা দক্ষিণ চাঁদপুরের মৃত মহির উদ্দিনের ছেলে ইউনুস আলী।

ঢাকায় গার্মেন্টসে কর্মরত অবস্থায় ৭ বছর আগে প্রেম সম্পর্কের মাধ্যমে মাহফুজাকে দ্বিতীয় বিয়ে করেন সাগর। বছর দুয়েক আগে মাহফুজাকে নিয়ে শ্বশুরবাড়ি জয়রামপুরে ওঠেন। সাগরের মৃত্যু খবরে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী মাহফুজা। কান্নায় ভেঙে পড়েন তিনি।