কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আদিবাসীপাড়ায় হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কার্পাসডাঙ্গা আদিবাসীপাড়ার নির্মলের ছেলে সনজিতকে অনেক খোঁজাখোঁজির একদিন পর হাত পা বাধা অবস্থায় উদ্ধারের পর থেকেই আদিবাসীপাড়ায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ভেতর এক প্রকার আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর থেকেই পুলিশ গোয়েন্দা সংস্থা ডিএসবির নজরদারি বৃদ্ধিসহ রাতে পালা করে বসানো হচ্ছে পাহারা। এ বিষয়ে বিপুলকে দায়ী করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন নির্মল। গত রোববার রাতে বিপুলকে আটক করে থানা পুলিশ। এ বিষয়ে পূজা কমিটির সভাপতি সোনাতন জানান, আমরা এ ঘটনার পর থেকেই একটু আতঙ্কে আছি। এ বছর হিন্দুদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পূজা পালন করা নিয়ে শঙ্কায় আছি। পূজা কমিটির ক্যাশিয়ার নির্মল জানান, এ বছর পূজা হবে কি হবে না তা নিয়ে আশঙ্কায় আছি। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হক জানান, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।