আদেশ অমান্য করায় মেহেরপুর পৌর মেয়রকে আদালতে তলব

স্টাফ রিপোর্টার: মেহেরপুর পৌর মেয়রকে আদালতে তলব করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করায় তাকে প্রয়োজনীয় নথিপত্রসহ সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালত তার ওপরে একটি পিটিশন মামলার তদন্তভার দেন। কিন্তু তিনি মামলাটি তদন্ত না করে নিজের মন মতো মীমাংসা করে দেন। বিষয়টি আদালতকে তিনি অবগতিও করেননি। এ কারণে আদালত পৌর মেয়রকে আদালতে তলব করেন।

আদালতসূত্রে জানা গেছে, মেহেরপুর আমলি আদালতে-১ বিচারাধিন ১৫৪/১৫ মামলাটির তদন্তভার দেয়া হয় মেহেরপুর পৌর মেয়রকে। ২০১৫ সালের ২৫ মে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয় তাকে। কিন্তু তিনি এক বছর তিন মাসেও আদালতে কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। এতে আদালতের বিচারিক কাজে বিঘ্ন সৃষ্টি হয় এবং তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন। পরে পৌর মেয়র এ বছরের ১৭ আগস্ট আদালতকে জানান, তিনি মামলাটি মীমাংসা করে দিয়েছেন। যেহেতু মামলাটি আদালতে বিচারাধিন তাই পৌর মেয়র মামলাটি মীমাংসা করতে পারেন না বলে আদালত তাকে জানান এবং এটি ফৌজদারি কার্যবিধির ৪৮৫ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। তাই তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে আগামী ৭ সেপ্টেম্বর পৌর মেয়রকে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছানাউল্ল্যাহ।