দায়িত্বে অবহেলার কারণে মেহেরপুর জেল সুপারকে আদালতে তলব

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেল সুপারকে আদালতে তলব করা হয়েছে। বিনা দোষে একজনকে কারাগারে বন্দি রাখার কারণ জানাতে সশরীরে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মেহেরপুর জেলার কুতুবপুর গ্রামের উজির হোসেনের ছেলে আবুল বাশার ওরফে ছাবদুল একই সাজা দুই বার ভোগ করার কারণে এই আদেশ দিয়েছেন আদালত।

মেহেরপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর একটি মামলায় সাজা হয়। পরের বছর ১২ মে সাজা শেষ হয়। পরবর্তীতে তিনি বাড়িতে ফেরেন। কিন্তু একই মামলায় পুনরায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। সূত্রমতে কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে একই ব্যক্তি একই সাজা দুইবার ভোগ করেন। বিষয়টি আদালত জানার পর, গত ১ সেপ্টেম্বর আদালতের বিজ্ঞ বিচারক প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ জেল সুপারকে আগামীকাল ৫ সেপ্টেম্বর সশরীরে নথিপত্রসহ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।