মেহেরপুরের ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে পানিতে ডুবে মিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবার। নিহত মিম ইসলামপুর গ্রামের কৃষক মনিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে মিম পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি খেয়াল না করায় তার মৃত্যু হয়। পরে তার লাশ পানির ওপরে ভেসে উঠলে উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment