চুয়াডাঙ্গার সুমিরদিয়ার মইজুদ্দীনকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সুমিরদিয়ায় ছাগল বলৎকার করাকে কেন্দ্র করে তুলকালাম ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে সুমিরদিয়া কলোনিপাড়ায় সালিস ডেকেও অভিযুক্ত না আসায় শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। বিষয়টি শেষ পর্যন্ত গতকাল শনিবার থানায় গড়িয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনিপাড়ার মৃত রহিম মণ্ডলের ছেলে মইজুদ্দীন (৩৫) একটি ছাগল বলাৎকার করে গত বৃহস্পতিবার। ওই সময় এক নারী দেখে ফেলে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত শুক্রবার বিকেলে স্থানীয় মাতবরেরা সালিসের আয়োজন করে। সেখানে মইজুদ্দীন উপস্থিত না হওয়ায় তা ভেস্তে যায়। পরে মইজুদ্দীনের লোকজনের সাথে সালিসকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। উত্তেজনা তীব্রতর হলে বিষয়টি পুলিশে গড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মইজুদ্দীন গতকাল শনিবার সদর থানায় সালিসকারীদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ দিয়েছে। গতরাতে এলাকাবাসীর তোপের মুখে নিজের অপরাধ স্বীকার করে থানায় অভিযোগ তুলে নিয়ে মুচলেকা দিয়েছে।