কেরুজ বাজার মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে দর্শনায় মানববন্ধন

 

দর্শনা অফিস: খেলাধুলা যেমন মননশীলতার বিকাশ ঘটায়, তেমনি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সহায়তা করে। সেক্ষেত্রে প্রয়োজন খেলার মাঠ। দর্শনা কেরুজ বাজার মাঠ এ অঞ্চলের একটি ঐতিহ্যের পরিচয় বহন করে আসছে দীর্ঘদিন ধরে। বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে কেরুজ বাজার মাঠে। সম্প্রতি কেরুজ বাজার মাঠের একাংশে নির্মাণ করা হচ্ছে দ্বিতল মার্কেট। এরই মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন মার্কেট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। খেলার মাঠের জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদে দর্শনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দর্শনার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রেল বাজারের বটতলা চত্বরে মানববন্ধন কর্মসূচি চলাকালে আলোচনা করেন রামাযুসের সাধারণ সম্পাদক একরামুল হাসান, অনির্বাণ থিয়েটারের সাজ্জাদ হোসেন, চটকাতলা যুবসংঘের সাধারণ সম্পাদক বাতি আকবর, শিক্ষক নেতা হারুন অর রশিদ জুয়েল প্রমুখ। বক্তারা অবিলম্বে খেলার মাঠ উন্মুক্ত করণের দাবি তুলে বলেছেন, খেলার মাঠ নষ্ট করে মার্কেট নির্মাণ করতে দেয়া যাবেনা। এদিকে মিলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন জানান, মার্কেট নির্মাণে দর্শনাবাসি উপকৃত হবে। কিছুটা হলেও কমবে বেকারত্ব। এছাড়া মাঠ নষ্ট করে মার্কেট নির্মাণ করা হচ্ছে না। মাঠের পরিত্যাক্ত জমিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে। প্রয়োজনের পাশের জমি ব্যবহার করা হবে খেলার মাঠের জন্য।