গাংনীতে জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৪৫ আসর সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বাওট সোলাইনমানী মাধ্যমিক বিদ্যালয়মাঠে বিভিন্ন ইভেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। বালিকা ফুটবলে মিকুসিস মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দল  ২-০ গোলে করমদি মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।

বালক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। টাইব্রেকারে ১-০ গোলে বাওট সোলাইমানী মাধ্যমিক দলকে পরাজিত করে। বাওটের আব্দুল খালেক সেরা খেলোয়াড়া নির্বাচিত হয়। ছেলেদের কাবাডিতে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় ৩৮-১৫ পয়েন্টে মিকুসিস মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। মেয়েদের কাবাডীতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দল ১৫-৫ পয়েন্টে জেটিএস মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। বালক হ্যান্ডবলে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দল ২-১ গোলে মানিকদিয়া এগারপাড়ার দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে।

মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। বিজয়ী দল ৩-২ গোলে জেটিএস মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। এছাড়াও সাঁতারের চারটি ইভেন্ডে বিভিন্ন বিদ্যালয় দল অংশগ্রহণ করে।

খেলা শেষে বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে চারটার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, বাওট মাধ্যৃমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গাংনী হাইস্কুল প্রধান শিক্ষক আফজাল হোসেন ও বাওট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদ সভাপতি নিয়ামত আলী। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, মানুষের মতো মানুষ হতে হলে ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো খেলোয়াড় হতে হবে। এই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আরো ভাল খেলে তোমরা গাংনী তথা মেহেরপুর জেলার মুখ উজ্জল করবে বলে প্রত্যাশা রাখি। প্রতিযোগিতার বিভিন্ন খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়াশিক্ষক আব্দুল মাবুদ, আহসান হাবীব ও শাহজাহান, সামসুল আলম, ফরহাদ উদ্দীন ও জালাল উদ্দীন প্রমুখ।  গত ১৬ আগস্ট গাংনীতে এ আসরের অনুষ্ঠানিক উদ্বোধন হয়। গাংনী হাইস্কুল ফুটবলমাঠ ও বাওট মাঠে দুটি জোনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জোন চ্যাম্পিয়ন দলগুলো উপজেলা পর্যায়ে ফাইনালে অংশগ্রহণ করে।