মেহেরপুরে বক্সিং খেলোয়াড়র বাছাই

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বালক ও বালিকা বিভাগে অনূর্ধ্ব-১৬ বক্সিং খেলোয়াড় বাছাই করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে দু বিভাগে ৮ জন করে ১৬ জন খেলোয়াড় বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কে.এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী, হাসানুজ্জামান হিলন, আতর আলী প্রমুখ। বাছাই পর্বে শতাধিক খেলোয়াড় অংশ নেয়। আজ বুধবার থেকে বাছাইকৃতদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন ঢাকা থেকে আগত বক্সিং ফেডারেশনের কোচ মনিরুজ্জামান।

Leave a comment