বৃষ্টির কারণে টেস্টে শীর্ষস্থান হারানোর শঙ্কায় ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চলমান  ত্রিনিদাদের চতুর্থ ও শেষ  টেস্টে প্রবল বৃষ্টির কারণে ৱ্যাঙ্কিঙের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখা নিয়ে ভারতীয় দলের সামনে সংশয় সৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে শেষ টেস্টে কেবলমাত্র প্রথম দিনই ২২ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিনেও কোন বল মাঠে গড়ায়নি।        এমন অবস্থায় ভারতের সামনে বড় বাঁধা হিসেবে হাজির হয়েছে বৃষ্টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে বর্তমানে টেস্ট ৱ্যাঙ্কিঙের শীর্ষে রয়েছে ভারত। পক্ষান্তরে ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজ ২-২ ব্যবধানে শেষ করে ৱ্যাঙ্কিঙের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। পোর্ট অব স্পেনে এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে  শীর্ষ স্থান হারাতে হতে পারে ভারতের। কেননা ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেন্ট ড্র হলে ৱ্যাঙ্কিঙের শীর্ষে উঠবে পাকিস্তান। ভারত নেমে যাবে দ্বিতীয় স্থানে।

Leave a comment