ওয়ানডেতে দ্রুততম শত উইকেটের রেকর্ড করলেন স্টার্ক

Australian cricketer Mitchell Starc (C) celebrates with his teammates after dismissing unseen Sri Lanka cricketer Milinda Siriwardana during the first One Day International (ODI) cricket match between Sri Lanka and Australia at the R Premadasa International Cricket Stadium in Colombo on August 21, 2016. / AFP / ISHARA S.KODIKARA (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

 

স্টাফ রিপোর্টার: সবচেয়ে কম ম্যাচে ওয়ানডে ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৯৮ উইকেট নিয়ে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন স্টার্ক। এক ধাপ এগিয়ে যান দিনের প্রথম ওভারেই। উপড়ে ফেলেন কুসল পেরেরা অফ স্টাম্প। দ্বিতীয় স্পেলে ফিরে ধনাঞ্জয়াকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন কাঙ্ক্ষিত মাইলফলক। স্লোয়ার বলে বিভ্রান্ত হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা মিড উইকেটে জজ বেইলির হাতে ধরা পড়েন।

আর এতেই ৫২ ম্যাচে উইকেটের সেঞ্চুরি হলো অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলারের। নিজের করে নিলেন সাকলাইন মুশতাকের ১৯ বছর পুরোনো রেকর্ড। ৫৩ ম্যাচে একশ ছুঁয়ে আগের দ্রুততম একশ উইকেট পেয়েছিলেন সাকলায়েন। সাবেক পাকিস্তানি অফস্পিনার রেকর্ডটি গড়েছিলেন ১৯৯৭ সালে। ২০১০ সালের ২০ অক্টোবর ভারতের বিপক্ষে বিশাখাপত্মমে ওয়ানডে অভিষেক স্টার্কের। স্টার্ক ও সাকলায়েনের পর ১০০ উইকেট পেতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে নিউজিল্যান্ডের শেন বন্ডের; ৫৪টি। অস্ট্রেলিয়ার হয়ে আগের রেকর্ডটি ছিলো ব্রেট লির, ৫৫ ম্যাচ। সময়ের হিসেবে রেকর্ডটি অবশ্য এখনও সাকলায়েনের। যে রেকর্ড ভাঙা খুব দুরূহও বটে। অভিষেক থেকে ১ বছর ২২৫ দিনেই একশ উইকেট হয়ে গিয়েছিলো সাকলায়েনের। অনেকটা পেছনে থেকে দুইয়ে ভারতের ইরফান পাঠান, লেগেছিলো ২ বছর ১০০ দিন। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। বাঁহাতি স্পিনারের লেগেছিলো ৬৯ ম্যাচ।

Leave a comment