মেহেরপুর অফিস: মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনর নেতৃত্বে ওই কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফতাব আলী খাঁন, সহসভাপতি জানে আলম, যুগ্ম সম্পাদক শাফিউর রহমান সুরুজসহ জেলার কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
মানববন্ধনে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, কোমলমতি শিশুদের মনে কেউ যাতে জঙ্গিবাদের বীজ বপন করতে না পারে সে লক্ষ্যে শিক্ষক, অভিভাবকসহ সকলকে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদের মদদদাতা ও অর্থের যোগানদাতাদের খুঁজে বের করা প্রয়োজন।