স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। চুয়াডাঙ্গা পৌর ভবনের বিপরীতে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নামে এই প্রতিষ্ঠানটিতে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে পাঠদানের প্রস্তুতি নেয়া হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ আগামী ২২ আগস্ট সোমবার প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য চুয়াডাঙ্গা পৌরভবনের সামনে অবস্থিত টিঅ্যান্ডটির দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ৯০ শতক জমিকে প্রতিষ্ঠানের ক্যাম্পাস তৈরির জন্য নির্বাচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে। সদর ইউএনও কেএম মামুন উজ্জামানের তত্বাবধানে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ চলছে।
ইউএনও কেএম মামুন উজ্জামান জানান, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে আধুনিক প্রযুক্তি নির্ভর সবধরনের ব্যবস্থা থাকবে। ছেলেমেয়েরা সকলেই একসাথে পড়তে পারবে। পড়াশোনার মান নিশ্চিত করা হবে। চেষ্টা করা হবে- এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের পড়ালেখা প্রতিষ্ঠানেই সম্পন্ন করার। যাতে কাউকে বাড়তি টাকা খরচ করে প্রাইভেট পড়া ও কোচিং করতে না হয়। জেলার সার্বিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।