নারীবান্ধব সমাজ নির্মাণে মেহেরপুর সদর উপজেলা টাস্কফোর্স গঠন

 

আমঝুপি প্রতিনিধি: নারীবান্ধব সমাজ নির্মাণে মেহেরপুর সদর উপজেলা টাস্কফোর্স গঠন করা হয়েছে। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদের সভাপতিত্বে মানবউন্নয়ন কেন্দ্র মউকের উদ্দ্যোগে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠিত হয়। এ সময় অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক জেলা নারীনির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি রফিক-উল আলম ও মানবউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।

সভার শুরুতে মউকের নির্বাহী প্রধান মেহেরপুর জেলার নারী ও শিশুনির্যাতনের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন সদর উপজেলা কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠারলক্ষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আলোচনা করেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধার সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও সাবেক কমিশনার আবদুর রহিম। আলোচনা শেষে মেহেরপুর সদর উপজেলায় ২৭ সদস্য বিশিষ্ট একটি উপজেলা টাস্কফোর্স গঠন করা হয়। কমিটির সভাপতি হেসেবে নির্বাচিতহন মেহেরপুর পৌর কাউন্সিলর মো. আল মামুন, সহসভাপতি নির্বাচিতহন ইউপি সদস্য মো. শরীফুদ্দীন ও সমাজকর্মী মেরীএনসুব্রতা এবং সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহেদুর রহমান ডাবলু, সদস্য সচিব হিসেবে নির্বাচিতহন মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।