শুক্রবার দেশে প্রথমবারের মতো ‘ঢাকা ওমেনস ম্যারাথন’

 

স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে এভারেস্ট একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পরিচালনায় দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ঢাকা ওমেনস ম্যারাথন।’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথন উদ্বোধন করবেন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা ১০ কিলোমিটারের এ ম্যারাথন সকাল ৯টায় টিএসসি থেকে শুরু হয়ে যথাক্রমে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে। ১০ কি.মি.’র জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে ১ ঘণ্টা ২৫ মিনিট। এছাড়াও মূল ম্যারাথন শেষে ‘মম-এ-থন’ শীর্ষক সন্তানসহ মায়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ শতাধিক নারী প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সকাল ৭টায় টিএসসিতে ঢাকা ওমেনস ম্যারাথনে বিশিষ্ট চিত্র-অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা উপস্থিত থেকে ম্যারাথন উদ্বোধন করবেন। ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।

ঢাকা ওমেন’স ম্যারাথনে প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ পুরস্কার, প্রথম ১০০ জনকে মেডেল এবং সকল ম্যারাথন সম্পন্নকারীকে সনদ প্রদান করা হবে। ম্যারাথনে অর্থ পুরস্কারের স্পন্সর হিসাবে থাকছে অ্যাকশনএইড বাংলাদেশ। ম্যারাথনে অংশ নিতে www.women.theskymarathon.com- এ নিবন্ধন করা যাবে। ম্যারাথনে ৫টি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ করা হবে। এছাড়াও সাথে ২টি অ্যাম্বুলেন্স, ২টি প্যারামেডিক ও মেডিকেল টিম, চার শতাধিক স্বেচ্ছাসেবক ম্যারাথনে সহযোগিতা করবে। মূল ম্যারাথনের পুরো রুটে ম্যারাথন চলার সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় ৱ্যাব এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করবে।