দলকে ক্ষতিগ্রস্থ করে কেউ বড় নেতা হতে পারবেন না
মেহেরপুর অফিস: প্রত্যেক নেতার দায়িত্ব, কর্মকাণ্ড ও ভূমিকা হচ্ছে একেকটি আওয়ামী লীগ। আপনারা সবাই আওয়ামী লীগের কর্ণধর, ভিত্তি ও খুঁটি। আপনারা যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করবেন আওয়ামী লীগ সেভাবেই চলবে। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে। মনে রাখবেন আমরা সবাই একই পরিবারের সদস্য। বৃহত্তর স্বার্থে, দলের স্বার্থে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- দলের মধ্যে থেকে, দলীয় পদবী নিয়ে দলের ক্ষতি করাটা শুভ লক্ষণ নয়। দলকে ক্ষতিগ্রস্থ করে কেউ বড় নেতা হতে পারবেন না। গত ইউপি নির্বাচনে গুটি কয়েক নেতা-কর্মীর বিভক্তির কারণে কয়েকটি ইউনিয়ন পরিষদের নেতৃত্ব আওয়ামী লীগের হাতা ছাড়া হয়েছে। তারপরও বেশির ভাগই ইউনিয়নে আমরা জয়ী হয়েছি। নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারলে আগামী দিনে আরো ভালো ফলাফল করা সম্ভব। তবেই মেহেরপুর আওয়ামী লীগের ঘাটিতে পরিণত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাহাজাহান আলী, আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ূব হোসেন, অ্যাড. আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লভ ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফলভাবে বাস্তাবয়নের জন্য নানা কর্মসূচি হাতে নেয়া হয়।
অপরদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি সভা করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সংগঠনটি শহরের কোর্ট রোডস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনটির আহ্বায়ক আরিফুল এনাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সহসভাপতি মামুনুজ্জামান, সহসাধারণ সম্পাদক সোহেল মল্লিক, ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ বিপ্লব হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজল দত্ত্ব, সদর থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।