মুস্তাফিজের অস্ত্রোপচারের সময় পাশে থাকবেন বোর্ড সভাপতি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইংল্যান্ডের ক্রোমওয়েল হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন তার বাবা, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের। আজ বৃহস্পতিবার তাই জীবনে প্রথমবারের মতো অস্ত্রোপচারের রুমে যখন মুস্তাফিজুর রহমান ঢুকবেন, বাইরে থেকে সাহস দিতে পারবেন সেখানে উপস্থিত থাকা খোদ বোর্ড সভাপতি। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ক্রোমওয়েল হাসপাতালে বাংলাদেশি পেসার মুস্তাফিজের অপারেশন করবেন বিখ্যাত কাঁধের সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অপারেশনের পাশে উপস্থিত থাকা ও এরপরের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে ইতোমধ্যে ইংল্যান্ডে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। যতদূর জানা গেছে, অপারেশন খুব লম্বা সময় ধরে চলবে না। ফলে খুব অল্প সময়ের ভেতরই মুস্তাফিজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। যথারীতি মুস্তাফিজের অপারেশনে তার অভিভাবকের ভূমিকা পালন করছেন গত প্রায় একমাস ধরে তার দেখভাল করা প্রবাসী বাংলাদেশি এজিএম সাব্বির।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে গত ২৩ জুলাই কাঁধের এ ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। প্রথম এমআরআইতে ধরা পড়ে, চিকিৎসা বিদ্যার ভাষায় স্লাপ টিয়ার হয়েছে। চিকিৎসকের আগ্রহে অর্থোগ্রাম করে দেখা যায়, অস্ত্রোপচারই এ সমস্যার সেরা সমাধান। প্রথমে বিসিবির ইচ্ছে ছিলো ইংল্যান্ডেই এই ডক্টর কোচার বা অস্ট্রেলিয়ায় গ্রেগ হয়ের কাছে অপারেশন করানোর। এরপর আবার ইসিবির পরামর্শে মুস্তাফিজকে অপারেশনের জন্য পাঠানো হয় ক্রীড়াবিদদের কাঁধে অপারেশন করার জন্যই বিখ্যাত লেনার্ড ফ্রাঙ্কের কাছে। কিন্তু তার কাছে ২২ আগস্টের আগে অপারেশনের তারিখ না পাওয়ায় বেছে নেওয়া হয় ইসিবির আরেক ভরসার সার্জন ডক্টর ওয়ালেসকে। অপারেশনের আগে যে নার্ভাসনেস থাকার কথা, মুস্তাফিজের সেই অবস্থা কাটানোর জন্য বিসিবির চেষ্টার কমতি নেই। মুস্তাফিজ নিজে অবশ্য বেশ ফুরফুরে আছেন বলেই জানা যাচ্ছে। ইংল্যান্ডে তাকে আতিথ্য দেয়া সাব্বির জানিয়েছেন, দিব্যি ঘুরে ফিরে, মজা করেই সময় কাটাচ্ছেন বাংলাদেশি এই ফাস্ট বোলার।