মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের বেলতলা নামক স্থানে মেন পিলার ১০৫’র শূণ্য রেখা বরাবর বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ’র শুটিয়া কোম্পানি কমান্ডার ইন্সেপেক্টর বিকাশ কুমার।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক মোহাম্মদ আমির মজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান- ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, তারকাঁটা বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদক দ্রব্য বাংলাদেশে না আসা, নারী ও শিশু পাচার রোধ ও অবৈধভাবে কোনো বাংলাদেশি বা ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না করতে পারে সে জন্য এ পতাকা বৈঠক করা হয়। গতকাল বুধবার বেলা সোয়া ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।