অবহেলীত তিতুদহবাসির সুবিধার্থে দর্শনাকে উপজেলাকরণ জরুরি

দর্শনাকে উপজেলা করণের দাবিতে তিতুদহে মতবিনিময়সভায় বক্তারা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নবগঠিত নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নবাসি বরাবরই অবহেলীত। এ ইউনিয়নের মানুষেরা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে থাকে চুয়াডাঙ্গা-২ আসনে, উপজেলা নির্বাচনে ভোট দিতে হয় চুয়াডাঙ্গা-১ আসনের সদর উপজেলায়। যে কারণে দলমত নির্বিশেষে দর্শনাকে উপজেলা আন্দোলনের কর্মসূচিতে ঝাপিয়ে পড়েছে তারা। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সামনে গত মঙ্গলবার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান। আলোচনা করেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খরিব উদ্দিন বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, তিতুদহ ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক আবুল হাসেম টোটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টুকু মাস্টার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকন, জামাল মাস্টার, আ.লীগ নেতা ঝন্টু মিয়া, মহিউদ্দিন মেম্বার, মাহবুবুর রহমান রিপন, তানভীর আহম্মেদ আলো, ডালিম হোসেন, হিজলগাড়ী প্রেসক্লাবের সহসভাপতি অ্যাড. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, যুগ্মসম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক মাসুম জামিল, দফতর সম্পাদক ডা. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোনা মিয়া, রফিকুল ইসলাম, সাংবাদিক চঞ্চল মেহমুদ, সানরাইজের সহসভাপতি অন্তর মিত্র, সদস্য রিফাত রহমান, সবুজ মিয়া, ইব্রাহিম, রাসেল প্রমুখ। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ, হাবিবুর রহমান বুলেট, সাজ্জাদ হোসেন, মিরাজ উদ্দিন, কামরুজ্জামান যুদ্ধ, সোহেল তরফদার, ছাত্রলীগ নেতা আলামিন প্রমুখ। আলোচনার চলাকালীন বিভিন্ন যান বাহনে স্টিকার লাগানো হয়েছে। আলোচনার আগে একটি মিছিল তিতুদহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।