আলমডাঙ্গা ব্যুরো: মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আলমডাঙ্গার বটিয়াপাড়ার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দামুঢ়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আরিফ গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার বটিয়াপাড়া গ্রামে বাঁশ কিনতে আসেন। বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরে যাওয়ার পথে শিয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে বটিয়াপাড়ার তক্কেল আলীর ছেলে লিংকন (২৮) ও একই গ্রামের মহির উদ্দীনের ছেলে আব্দুল হালিম (২৫) মারধর করে আরিফের ১১০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেই। পরে তিনি পার্শ্ববর্তী পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘটনাটি জানালে পুলিশ লিংকন ও হালিমকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে যান। এ ঘটনায় আরিফ রাতে আলমডাঙ্গা থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছে।