মেহেরপুরের সহকারী পুলিশ সুপার থানার ওসি এবং এক এসআইকে আদালতে তলব

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল), সদর থানার ওসি  এবং এক এসআইকে আদালতে তলব করা হয়েছে। মেহেরপুরের প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ছানাউল্ল্যাহ গত সোমবার এই আদেশ দেন। আদেশে ওই তিনজনকে স্বশরীরে আদালতে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, মেহেরপুরের ৩০১/১৬ জিআর মামলায় দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। কিন্তু আসামির সাথে আদালতে সিডি প্রেরণের বিধান থাকলেও পুলিশ তা জমা দেয়নি। উপরন্তু আসামিদ্বয়কে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। তার সাথেও সিডির কপি আদালতে জমা দেয়নি তারা। ফলে বিচারিক কাজে বিভ্রাট ও বিচারকাজে বাধা সৃষ্টি করেছেন ওই পুলিশ অফিসারগণ। এ কারণে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আগামী ১১ আগস্ট স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিজ্ঞ বিচারক মো: ছানাউল্ল্যাহ।