আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকব্যবসায়ীসহ তিন জনকে ১৫ পুরিয়া হেরোইনসহ আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা রের স্টেশনে হেরোইন বিক্রয়কালে তাদেরকে আটক করে।
জানা গেছে, কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে আলমগীর (৩০) ও কুষ্টিয়া কবুর হাটের আকমাল হোসেনের ছেলে মিজানুর রহমান (৩২) দীর্ঘদিন দরে হেরোইন ব্যবসা করে আসছিলো। গতকাল আলমডাঙ্গা রেল স্টেশনে কুষ্টিয়ার হেরোইন ব্যবসায়ীর কাছ থেকে নওদাবণ্ডবিল ধর্মতলার মৃত রাজ মালিতার ছেলে ওহিদুল মালিতা হেরোইন ক্রয়কালে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। পরে কুষ্টিয়ার আলমগীর ও মিজানুর রহমানকে তল্লাশি করে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক মামলা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে।