স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারশেনের ব্যবস্থাপনায় আলমডাঙ্গায় বাছাইকৃত প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় আলমডাঙ্গা বিটিম মাঠে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা, সাবেক কৃতী ফুটবলার শরিফুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেহাদ-ই-জুলফিকার টুটুল। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ দীপকচন্দ্র নাথ।