মেহেরপুর বুড়িপোতা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে স্বস্ব দেশের নাগরিক ফেরত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ধরে নিয়ে যাবার ৮ ঘণ্টা পর স্বস্ব দেশের নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি ও বিএসএফ। উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। গতকাল সোমবার বিকেলে বুড়িপোতা সীমান্তের ১১৭ নং মেন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ঝাঁঝাঁ বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহিদ শিকদার। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিষ্টুগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি প্রদিপ কুমার। উভয় পক্ষের ৮ জন করে সদস্য পতাকা বৈঠকে অংশ নেয়।

উল্লেখ্য, গতকাল সোমবার সকালে মাঠে ঘাস কাটার সময় ভারতীয় সীমান্ত থেকে বুড়িপোতা গ্রামের আরোজ আলীর ছেলে সামিদুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের শাহাপুর ক্যাম্পের টহল দল ধরে নিয়ে যায়। এর পরই সকাল ১০টার দিকে মেন পিলার ১১৭/২-এস সংলগ্ন এলাকা থেকে ভারতের শাহাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বারে ছেলে  বিজয় বিশ্বাসকে (৫০) ধরে নিয়ে আসে স্থানীয় বাংলাদেশি জনতা। খবর পেয়ে বিজিবির নিজস্ব টহল দল তাৎক্ষনিকভাবে ওই এলাকায় গিয়ে ভারতীয় নাগরিককে তাদের হেফাজতে নেয়। দুপুর থেকে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের পর বিকেল সাড়ে ৪টার দিকে নিজ নিজ নাগরিকদের ফেরত দেয়া হয়।