মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে ক্রিকেট-ফুটবলের পরে আন্তর্জাতিক সাফল্যের হার সবচেয়ে বেশি শ্যুটিংয়ে। তাই যেকোনো প্রতিযোগিতায় এ ইভেন্টকে নিয়ে আশার পারদ থাকে উঁচুতে। অলিম্পিকে পদকের আশা হয়তো বাড়াবাড়ি হবে। তবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন আব্দুল্লাহ হেল বাকী, সেই লক্ষ্য পূরণেও ব্যর্থ দেশসেরা এই শ্যুটার। বিদেশের রেঞ্জে ব্যক্তিগত সেরা স্কোর ছাপিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি। ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডেই বাদ পড়েছেন বাংলাদেশের এই শুটার।
গতকাল সোমবার অলিম্পিক শুটিং সেন্টারে বাছাইয়ে ৬২১.২ স্কোর গড়ে ৫০ জনের মধ্যে ২৫তম হন বাকি। যে আটজন বাছাই পেরিয়েছেন, তাদের মধ্যে সর্বনিম্ন স্কোর (৬২৫.৫) বেলারুসের ইল্লিয়া চারহেইকার। জার্মানির বিশ্বকাপে ৬২৪.৮ স্কোর বাকির সর্বোচ্চ। রিও ডি জেনিরো অলিম্পিকে এ স্কোর ছাপিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়েছিলেন গ্লাসগো কমনওয়েথ গেমসের রুপা জেতা এই শুটার। ৬৩০.২ স্কোর গড়ে বাছাইয়ে সেরা হওয়া ইতালির নিক্কোলো কামপ্রিয়ানি গড়েছেন অলিম্পিক রেকর্ড।