স্টাফ রিপোর্টার: বিশ্বের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ আসরের ফাইনালে গায়না আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াশের হয়ে ২ উইকেট নিয়ে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান তিনি। ২০৯ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ২৪২টি। এদিন ২ উইকেটে তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনকে। দ্বিতীয়স্থানে থাকা নারাইনের ১৯১ ম্যাচে তার উইকেটসংখ্যা ২৪১টি। ১৭৪ ম্যাচে ২৪০ উইকেট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের সাইদ আজমল। এ তালিকায় সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ডোয়াইন ব্রাভো। ৩২৪ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৪১ উইকেট। টি-২০ ফরম্যাটে বিশ্বের সেরা তিন স্পিনারের পরিসংখ্যান :