জাকির নায়েকের ফাউন্ডেশন নিষিদ্ধ হতে পারে

 

 

ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) নিষিদ্ধ করার চিন্তা করছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার ডেকান ক্রনিকল, এশিয়ার এজসহ ভারতীয় বিভিন্ন দৈনিকে এ খবর দেয়া হয়েছে।
২০০৫ ও ২০১২ সালে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের করা এজাহারের (এফআইআর) ভিত্তিতে আইআরএফ’কে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে ভারতের আইন মন্ত্রণালয়। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৯১ সালে ভারতে প্রতিষ্ঠিত হয় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন।
সম্প্রতি অভিযোগ ওঠে, প্রতিষ্ঠানটি ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও পরোক্ষভাবে জড়িত। জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকজন আইএসে যোগ দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে জাকির নায়েকের প্রতিষ্ঠানের নানাভাবে জড়িত থাকারও অভিযোগ ওঠে। ফলে গোয়েন্দারা আইআরএফ-এর কাজকর্ম পর্যবেক্ষণ করতে থাকেন। ১ জুলাই ঢাকায় জঙ্গি হামলার পর আবার বিতর্কের কেন্দ্রে চলে আসেন জাকির নায়েক।