চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: জঙ্গিবাদের বিষয়ে সন্তানকে সচেতন করতে পিতা-মাতাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সন্তান কোথায় যায়, কী করে, সব খোঁজ-খবর পরিবারকে নিতে হবে। গতকাল রোববার জাতীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্ত্যারা। বক্ত্যরা বলেন, মা ও বাবা দুজনকেই সন্তানের সাথে সখ্যতা গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সন্তানকে সব ধরনের দীক্ষা দিতে হবে। সন্তানদের দিকে খেয়াল রাখার পাশাপাশি তাদের সাথে দূরত্ব কমিয়ে বন্ধুর মতো আচরণ করতে হবে। তাহলেই জঙ্গিবাদ থেকে সন্তানকে দূরে রাখা যাবে। গতকাল রোববার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সমবায় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম, স্বনির্ভর বাংলাদেশের কর্মকর্তা শাহানেওয়াজ দুরি, সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা প্রমুখ।

      মেহেরপুর অফিস জানিয়েছে, গতকাল রোববার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান শামিম-আরা হিরা। বক্তব্য রাখনে জেলা মহীলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস আরা, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের জেনারেল সেক্রেটারি আতাউর রহমান প্রমুখ। মানববন্ধনে শ শ মহিলা অংশ গ্রহণ করেন এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেন।

অপরদিকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) ব্যানারে মানববন্ধন করেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এদিন বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা ওই মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।