চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার প্রস্তুতিসভার সংবাদ পাঠিয়েছে।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা ও জঙ্গিবিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক চেয়ারম্যান কাইছার আহমেদ বাবলু, ইউপি চেয়ারম্যান  নুরুল ইসলাম, আব্দুল হালিম, আবু সাঈদ পিন্টু, নুরুল ইসলাম, মহিলা নেত্রী সাহেদা খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আশাবুল হক ঠাণ্ড, খাইরুল ইসলাম, রানা উদ্দিন, আ. রাজ্জাক, রাহাব, মুন্নু, বিল্লাল হোসেন, জালাল উদ্দিন, জয়নাল আবেদীন, আ. রাজ্জাক, আইনাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ  নেতা উপস্থিত ছিলেন।

অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ড. সাহাবুদ্দিন আহমেদ সাবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আ. হালিম, লুৎফর রহমান, নুরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, দারুস সালাম, পৌর কাউন্সিলন সদর উদ্দিন ভোলা, মহিলা কাউন্সিলর সামদান রানু,  উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হাসান, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তালেব, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, ওজোপাডিকো আলমডাঙ্গার আবাসিক প্রকৌশলী আবেদ আলী, এটিও নুরুল ইসলাম, আলমডাঙ্গা পল্লী বিদ্যুত অফিসের এজিএম সাদিকুর রহমান, ইউআরসির সহকারী অফিসার মঈনুল হক, ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা  প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আছির উদ্দিন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলামসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় ১৪ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের কানন বিদ্যাপীঠে ছাত্র ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং ১৫ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোক ৱ্যালি এবং সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন গতকাল রোববার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, সহসভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।